সারাদেশ

রাজারহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজারহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের বড় ভাই শহীদ খায়রুল কবির জুয়েলের আত্মার মাগফেরাত কামনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফরকেরহাট হাই স্কুল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও শহীদ খায়রুল কবির জুয়েলের পিতা আলহাজ্ব মোঃ মনসুর আলী সরকার এবং উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল।

এ সময় চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনগণের পাশে সবসময় থাকবে। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা শাখা।