সারাদেশ

বেতাগীতে তরুণদের উদ্যোগে উদারতার প্রীতি নির্মাণ

বেতাগীতে তরুণদের উদ্যোগে উদারতার প্রীতি নির্মাণ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:০৫

বরগুনা জেলার বেতাগী উপজেলায় তরুণদের উদ্যোগে তৈরি হয়েছে "উদারতার প্রীতি", যা শীতার্ত মানুষের জন্য সংগ্রহ করা গরম কাপড়ের এক অনন্য ব্যবস্থা। শহরের দেয়ালগুলোর মাঝে তৈরি হওয়া এই মানবতার দেয়াল, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন "গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি"-এর তরুণ সদস্যদের প্রচেষ্টায়, এলাকার গরিব ও শীতকাতর মানুষদের সহায়তা প্রদান করছে।

"আপনার যা অপ্রয়োজন, দিয়ে যান" এবং "আপনার যা প্রয়োজন, নিয়ে যান" এমন কথায় সজ্জিত দেয়ালটি, এলাকায় মানুষের মধ্যে উদারতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে। এখানে শীতের পোশাক, শার্ট, গেঞ্জি ও অন্যান্য প্রয়োজনীয় কাপড় রাখা হচ্ছে, যেগুলি রিকশাচালক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তা সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না জানান, তারা এভাবে মানুষের মধ্যে মানবিকতা এবং সহানুভূতির চর্চা বাড়াতে চেয়েছেন। এলাকার মানুষ ও শিক্ষার্থীরা তাদের পুরনো কাপড় দিয়ে শীতার্তদের সাহায্য করছে, এবং অনেকেই নতুন পোশাকও দিচ্ছে।

এ উদ্যোগের প্রতি এলাকার বিভিন্ন নেতা ও সাধারণ মানুষও প্রশংসা জানিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু বলেন, তরুণদের এই উদ্যোগ সমাজকে বদলে দেবে এবং সমাজে মানবিকতার ছোঁয়া নিয়ে আসবে।

এবং স্থানীয় রিকশাচালক করোম আলী খান বলেন, গরিব মানুষরা এমন সেবা পেলে অনেক সাহায্য হয়। এটা খুবই ভালো উদ্যোগ, যারা এ কাজ করছেন তারা খুব ভালো মানুষ।