উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
প্রতিযোগিতার শুরুতে অতিথিরা ক্রীড়া সমাবেশের অভিবাদন গ্রহণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং কলেজ পতাকা উত্তোলন করা হয়। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্দীপনা ও উৎসাহে ভরপুর ছিল।
মতামত