সারাদেশ

ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে  জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

ছবি : ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১০:৪৯ আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:১০

ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শাল-চাদর উপহার হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শাখা।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে উপজেলা সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, আমরা ভোট বা মানুষের সমর্থন পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সামাজিক কাজ করছি। আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত ১৫ বছর নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আমরা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি এবং হবো না।

তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সমাজে বৈষম্য থাকবে না এবং দুর্নীতি, সন্ত্রাস, মাদক দূর হয়ে যাবে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী অফিস সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি তরিকুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে শাল-চাদর বিতরণ করা হয়।