সারাদেশ

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি'র নতুন কমিটি গঠন

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি'র নতুন কমিটি গঠন

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৫ আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৮

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি\'র ২০২৫-২৬ ইং সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) কুমিল্লা নিউ মার্কেটের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ওমর ফারুকী তাপস ২০২৩-২৪ ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সভায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সংগঠনের সাবেক সভাপতি আজিজুল হকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে সরাসরি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। মোঃ বাবর হোসেন সভাপতি এবং জুয়েল রানা মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ মনির হোসেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল আউয়াল সরকার।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন মোঃ নেকবর হোসেন, রবিউল বাশার খান এবং তোহিদ হোসেন সরকার সহ-সভাপতি হিসেবে। সহ-সাধারণ সম্পাদক পদে ফেরদৌস মাহমুদ মিঠু এবং সৌরভ মাহমুদ হারুন নির্বাচিত হন। অর্থ সম্পাদক হন মোঃ শরিফুল ইসলাম সুমন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ শাহিন মিয়া এবং প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মারুফ।

এছাড়াও সমাজকল্যাণ সম্পাদক নারায়ণ কুন্ড, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আক্তার নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাফায়ত হোসেন মারুফ এবং প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন ওমর শারিদ বিধান।

এ কমিটিতে অন্যান্য সদস্যরাও বিভিন্ন দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যারা সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।