ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় ৭ জানুয়ারি, কোতোয়ালি থানাধীন ভাবখালী কাচারি বাজার সংলগ্ন নদীর পাড়ে।
অভিযানে জুয়ার আসর থেকে তিনটি প্রাইভেট কার, নগদ ১৩,১৮০ টাকা, তাস, মোমবাতি এবং চার্জার লাইট জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ১০ থেকে ১৫ জন জুয়াড়ি পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা ময়মনসিংহ জেলা ছাড়াও নেত্রকোনা, জামালপুর এবং শেরপুর জেলার বাসিন্দা। আটককৃতদের মধ্যে রয়েছেন মাসুদ করিম, মূর্তজা রেজা, অরুন খান, মোঃ মোজাম্মেল, মফিজুর রহমান, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন, কায়কোবাদ হোসেন এবং রতন মন্ডল।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামিদের চিহ্নিত করে শিগগিরই গ্রেফতার করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই অভিযানে জুয়ার আসর বন্ধে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং পুলিশ ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।
মতামত