সারাদেশ

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ সম্পন্ন

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ সম্পন্ন

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩০

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে আজ (৭ জানুয়ারি ২০২৫) মঙ্গলবার সকাল ১১টায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য কল্লোল বড়ুয়া ও সাবেক অভিভাবক সদস্য রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

এছাড়াও, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাশ (ভারপ্রাপ্ত), মৌলানা আলী হায়দার, শিক্ষক মঈন উদ্দিন, বিপুল বড়ুয়া, সোহেল উদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, আবির বড়ুয়া, কুশা বড়ুয়া, পল্লব নন্দী, মাইকেল বড়ুয়া, রুপম বড়ুয়া, মিস মৌমিতা বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক ছিল।