সারাদেশ

লালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৬

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর বাজারের ছাগল হাটায় ৩৬ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েজের লালপুর শাখার সভাপতি সজিবুল ইসলাম হৃদয়, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব পাশা প্রমুখ।

এ উদ্যোগের মাধ্যমে শীতের তীব্রতা থেকে উপকৃত হয়েছেন স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষজন।