নাটোরের লালপুরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ ১৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (৬ জানুয়ারি) লালপুর থানায় মামলাটি দায়ের করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
অভিযুক্তদের মধ্যে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাব্বির হোসেন জয়, বাবু হোসেন, সেন্টু আলী, আবু বক্কর সিদ্দিক, লিটন হোসেন, আবু খায়েরসহ ১৮ জন রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগ কর্মী জয়। এই পোস্ট দেওয়ার কারণে রঘুনাথপুর বাজারে ছাত্রদল কর্মী সাগর তাকে পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল কর্মী সাগরকে মারধর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
মতামত