সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক হত্যা: আসামী গ্রেফতার ও নিরাপত্তার দাবি

চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক হত্যা: আসামী গ্রেফতার ও নিরাপত্তার দাবি

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই কৃষক আব্দুল সাত্তার ও তোবজুল ইসলামের হত্যাকাণ্ডের আসামীদের দ্রুত গ্রেফতার এবং বাদির পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের পরিবার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সাত্তারের মেয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রাশিদা খাতুন লিখিত বক্তব্য দেন।

তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে ভুমিদস্যুরা জোরপূর্বক জমি দখল করতে গেলে তার বাবা আব্দুল সাত্তার ও আত্মীয় তোবজুল ইসলাম বাধা দেন। এতে তাদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সাতজনকে গ্রেফতার করলেও পরে পাঁচ আসামী জামিনে ছাড়া পেয়ে বাদির পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে নিহত সাত্তারের ছোট ছেলে সাফিউর ইসলাম, আত্মীয় আসগার আলী, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন এবং ছেলে সেনারুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত সকল আসামীদের গ্রেফতার এবং নিজেদের নিরাপত্তার দাবি জানান।