চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীনগর, মুন্সিপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শয়ন আলী (২৯)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম (বিপিএম-সেবা) এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ২০ পিস ইয়াবাসহ শয়নকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, শয়ন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত