সারাদেশ

তাড়াশে উপজেলা প্রশাসন ও সুধিজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

তাড়াশে উপজেলা প্রশাসন ও সুধিজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১০

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসন ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা।

সভায় বক্তব্য দেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এবং উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী।

মতবিনিময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মৎস্য ও কৃষি সম্পদে সমৃদ্ধ চলনবিলের কেন্দ্রস্থল তাড়াশ উপজেলা। এর বৈচিত্র্যময় প্রকৃতি ও কৃষি খাত মানুষকে আকৃষ্ট করে।

তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।