সারাদেশ

সিরাজগঞ্জে শিশু নির্যাতন প্রতিরোধ ও ইতিবাচক আচরণবিষয়ক কর্মশালার সমাপনী

সিরাজগঞ্জে শিশু নির্যাতন প্রতিরোধ ও ইতিবাচক আচরণবিষয়ক কর্মশালার সমাপনী

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:০৯

সিরাজগঞ্জে শিশু নির্যাতন প্রতিরোধ এবং ইতিবাচক ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার সমাপ্তি হয়।

ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় ফিল্ড সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ খান, মো. আনোয়ার হোসেন, শাহিন সরকারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।