অপরাধ

মাটিরাঙ্গায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

মাটিরাঙ্গায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারী শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ভোর রাতে একটি কাভার্ড ভ্যানে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ভারতীয় অবৈধ সিগারেটের একটি বড় চালান পাচার করা হচ্ছে। খবর পেয়ে মাটিরাঙ্গা সেনা জোনের আরপি গেট সংলগ্নে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। তল্লাশির সময় কাভার্ড ভ্যানটি থেকে উল্লেখিত সিগারেটগুলো জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের মধ্যে ছিল অরিস ব্র্যান্ডের ৪২৬ কার্টন এবং পেট্রন ব্র্যান্ডের ২৬৯ কার্টন, যার মোট বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি জানান, জব্দকৃত সিগারেটগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদক ও অবৈধ চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।