সিরাজগঞ্জ শহর বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে শহরের ১৫টি ওয়ার্ডের এক হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির শক্তি দেশের সাধারণ জনগণ, এবং আমরা সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জায়েদ আলম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল জোয়ারদার এবং সদর থানা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিঠুন।
এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মতামত