খেলাধুলা

মাদকমুক্ত সমাজ গড়তে ফুটবলে অনুপ্রাণিত নাহিদ স্কোয়াড

মাদকমুক্ত সমাজ গড়তে ফুটবলে অনুপ্রাণিত নাহিদ স্কোয়াড

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৫, রাত ১২:৫১

সুনামগঞ্জের জলিলপুর ফকিনগর গ্রামে বাইক কাপ ফুটবল টুর্নামেন্টে নাহিদ স্কোয়াড বনাম জলিলপুর একাদশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় জলিলপুর মাঠে এই ম্যাচ আয়োজিত হয়।

নাহিদ স্কোয়াডের যাত্রা শুরু ২০২০ সালে, যা প্রতিষ্ঠার পর থেকেই ফুটবল খেলার জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। স্কোয়াডের ফুটবলাররা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে চলেছেন।

এ ম্যাচে উপস্থিত ছিলেন নাহিদ স্কোয়াডের পরিচালক নাজমুল ইসলাম নাহিদসহ টিমের খেলোয়াড় সেজাউল, ইকন, মামুন, ফারুক, সেজু, জলিল সাবন, শামিম প্রমুখ।

নাহিদ স্কোয়াডের পরিচালক নাজমুল ইসলাম নাহিদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের একত্রিত হতে হবে। মাদককে সমাজ থেকে নির্মূল করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তরুণদের গড়ে তোলে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে ফুটবলসহ নানা ক্রীড়ায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তরুণরা আজকের নয়, বরং আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। তাই শিক্ষা, ক্রীড়া, এবং নেতৃত্বে দক্ষ হতে হবে। খেলাধুলাই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে। একটি তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

নাহিদ স্কোয়াডের এই উদ্যোগে স্থানীয়রা মাদকবিরোধী এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।