সারাদেশ

রাণীশংকৈলে হার-পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

রাণীশংকৈলে হার-পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের "হার-পাওয়ার প্রকল্প" এর আওতায় ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়ক, ট্রেইনারগণ, এবং প্রশিক্ষণার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান তার বক্তব্যে বলেন, প্রযুক্তির সহায়তায় নারীদের ক্ষমতায়নই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এই প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হচ্ছে, যা তাদের ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানে সাহায্য করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা জানান, তারা প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সরকারিভাবে ল্যাপটপ পাওয়ার মাধ্যমে ঘরে বসেই আয় করার সুযোগ পাব। এতে আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করতে পারবো।

এই প্রকল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।