সারাদেশ

আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন

আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৫

আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২৫-এর আয়োজন করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল কালীদাসগাঁতী আয়শা রশিদ বিদ্যানিকেতনের প্রাঙ্গণে এই উৎসবের শুভ উদ্বোধন করেন আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার রাকা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ওয়াহিদ বকস। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আশরাফুল ইসলাম বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষক, পরিচালক, এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চার সুযোগ করে দেওয়া হচ্ছে।

উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বেগম রোকেয়া, মো. ফিরোজ হোসেন, ডা. আমিনুল হক সোহানা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মুসা এবং বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিন।

বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মওলা তালুকদার ও মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক উদয় কুমার পালের নেতৃত্বে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জুবায়ের জিকো।