সারাদেশ

ধোবাউড়ায় মাদক সহ গ্রেফতার ০২

ধোবাউড়ায় মাদক সহ গ্রেফতার ০২

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১৮

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্তবর্তী এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগনের দিকনির্দেশনায় বিশেষ  অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ ৫জানুয়ারি রবিবার গ্রেফতার করে ধোবাউড়া থানা পুলিশ । 

এই অভিযান পরিচালনা করেন ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আতিকুর রহমান ও আব্দুল মজিদ। 


আসামী মোঃ জাহীদ মিয়া (২৬).পিতামৃত সুরুজ আলী.-গ্রাম বালিগাঁও কে ৫০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। 


অপরদিকে ধোবাউড়া ১নং দক্ষিণমাইজপাড়া ইউনিয়ন বল্লভপুর সাকিনন্থ জৈনক মোঃ আলাল উদ্দিন এর বাঁশঝাড়ের  পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক (ইয়াবা) বিক্রয় করা অবস্থায় আসামী মোঃ সোহাগ মিয়া (২৩).কে (৩০-পিচ ইয়াবাসহ) গ্রেফতার করেন। 

এসআই (নিরস্ত্র) মোঃ ছলিম উদ্দিন সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আতিকুর রহমান.ও আব্দুল মজিদ,এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। 

আজ ৬ জানুয়ারি সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ  করা হয়েছে।