সারাদেশ

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর অন্তর্ভুক্ত গঙ্গাচড়া উপজেলা কমিটি ঘোষণা

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর অন্তর্ভুক্ত গঙ্গাচড়া উপজেলা  কমিটি ঘোষণা

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১২

যদি হই রক্ত দাতা জয় করবো মানবতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রক্ত দান, শীতবস্ত্র বিতরণ, বৃহ্ম রোপন কর্মসূচি সহ সামাজিক কাজের মাধমে নিয়জিত রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের সকল সদস্যরা। সাংগঠনিক কাজ গতিশীল করার লক্ষে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে গঙ্গাচড়া  উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল রাতে রাতে কেন্দ্রীয় কমিটি  উপজেলার এক বছরের জন্য সম্পূর্ন কমিটি প্রকাশ করে। মো আশরাফ কে সভাপতি, লিমন ইসলাম সাধারণ সম্পাদক ও সেলিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক  করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


জানা গেছে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে রক্ত দান ও গরীব,দুস্থ, অসহায় মানুষদের মধ্যে মানবিক নানা সহায়তা কার্যক্রম চলিয়ে প্রশংসা কুড়িয়েছে।