ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক উত্তরবঙ্গের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র দুটি ইউনিয়নে বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
রবিবার (৫ই জানুয়ারী) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন ও ডোমার সদর ইউনিয়নের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে। এসময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন-সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আবদুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা আসিফ সরকার, বাঁধন ইসলাম, মোঃ রাফসানুল হক সজীব প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে ছাত্রনেতারা শীতবস্ত্র বিতরণ করছেন তারা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডোমার এসে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেননি উপদেষ্টা আসিফ মাহমুদ । অগ্নিকাণ্ডের খবর পাওয়ায় তৎক্ষনাৎ নীলফামারী থেকে ঢাকায় ফেরত যান তিনি। তার অসমাপ্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।
মতামত