সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে শহরের এসএস রোডে অবস্থিত চেম্বার অব কমার্স কার্যালয়ে এই ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশ-বিদেশের ব্যবসায়ী, রাষ্ট্রদূত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে আসছেন।
মতামত