সারাদেশ

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:২৪

উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (৫ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ০১ টি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।



এসময় ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উলিপুরের ধরনীবাড়ি মধুপুর বাকারায় অবস্থিত জেএমএইচ ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।


ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।