কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে জেএমএইচ ব্রিকস নামক একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত রোববার (৫ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ধরনীবাড়ি মধুপুর বাকারায় অবস্থিত এই ইটভাটায় অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ইটভাটাটি ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করছিল। এ অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং ভাটাকে কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মতামত