সারাদেশ

খোকসায় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খোকসায় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১৭

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ক্লাব খোকসা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকারকে সভাপতি এবং দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ আজমলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের তানভির লিটন এবং একুশে নিউজের হাফিজুর ইসলাম বকুল মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাগরণী টিভির শামীম হাসান খান ও দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নুর আলম পাপ্পু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের মোকাররম হোসেন সাবু। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রতিনিধি চিতা বিশ্বাস এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক জবাবদিহি পত্রিকার আকাশ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আনন্দ টেলিভিশনের মোস্তাফিজুর রিগান এবং নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের নোবাজ্জেল হোসেন নোবান।

সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক খোলা চোখ পত্রিকার আকাশ আহম্মেদ বাপ্পী, দৈনিক পরিবার পত্রিকার মো. সবুজ আলী, সকালের শিরোনাম পত্রিকার মো. নাজিম উদ্দিন এবং দৈনিক এশিয়া পত্রিকার শামীম হোসেন।

উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন মাই টিভির লিপু খন্দকার এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোহাগ মাহমুদ।

প্রসঙ্গত, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ খবর’ স্লোগান নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ‘প্রেস ক্লাব খোকসা’। প্রতিষ্ঠাকাল থেকে এই সংগঠনটি স্থানীয় সাংবাদিক সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে।