সারাদেশ

লালপুরে ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫

লালপুরে ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০২

নাটোরের লালপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সেনা সদস্যও রয়েছেন। 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, সেনাবাহিনীর সদস্য জিহাদ, এবং ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয় নামে এক ছাত্রলীগ নেতা ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টের জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। এর প্রতিক্রিয়ায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে।

পরে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আটক সাগরকে ছাড়িয়ে নেয়। এসময় আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, এবং সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এতে সেনাবাহিনীর ছুটিতে থাকা সদস্য জিহাদসহ অন্তত চারজন আহত হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।