অপরাধ

ময়মনসিংহে পিবিআই-এর তৎপরতায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার

ময়মনসিংহে পিবিআই-এর তৎপরতায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৫, রাত ২:৫৭

ময়মনসিংহের পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মাত্র দুই দিনের মধ্যে একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। ঘটনাটি ঘটেছে গত ১ জানুয়ারি, তারাকান্দা থানার পিঠাসুতাগামী পাকা রাস্তার পাশে ধানক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

পিবিআই ময়মনসিংহ জেলা ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। মৃতের নাম মোঃ আরিফুর রহমান (৪৬), পিতা মোঃ রফিকুল ইসলাম, এবং মাতা খোদেজা খানম, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লামচরী গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর নিহতের স্ত্রী আয়শা আক্তার তারাকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলা নং-০১, তাং-০২/০১/২০২৫ হিসেবে রুজু হওয়া এই মামলায় পিবিআই তদন্তে নামে। পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত চারজন সন্দেহভাজনকে শনাক্ত করে এবং ৩ জানুয়ারি ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দাপুনিয়া খেজুরতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান (৩৫), রাহাত হোসেন তন্ময় (২৫), মোঃ পরশ চৌধুরী শ্রাবণ (২৯) ও মোঃ এহতেশামুল হক নিশাত (২৫)।

তদন্তে জানা যায়, আসামীরা পরিকল্পনা করে আরিফুর রহমানকে অপহরণ করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাঁরা তাকে মিরপুর থেকে ময়মনসিংহে নিয়ে আসার পথে গাজীপুরে গাড়িতে আটকে রেখে মারধর করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে। হত্যার পর তার মৃতদেহ ধানক্ষেতে ফেলে আসে।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান, আসামীরা একটি অপহরণ চক্রের সদস্য এবং তাদের অপরাধের প্রকৃতি খুবই মারাত্মক। পিবিআই-এর আন্তরিকতা ও দ্রুত তদন্তের ফলে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে এবং ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি দিয়েছে। পিবিআই এর তত্ত্বাবধানে মামলার তদন্ত চলছে।