মোংলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বি এম ইউসুফের পিতা মো. মনিরুজ্জামান মন্টুর (৬৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মোংলা পৌর বিএনপি। সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মোর্শেদ সড়কের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাসাতেই স্ট্রোক করে তার মৃত্যু হয়। তার জানাজা রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় মোংলার সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জুলফিকার আলী বলেন, মনিরুজ্জামান মন্টু একজন সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন শ্রদ্ধাভাজন মানুষকে হারালো। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
মোংলা পৌর বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মতামত