২০০১ সালের জাতীয় নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে সংঘটিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহুরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ইসলাম পূর্ব দেলুয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে আসামিরা তার পরিবারকে বেধড়ক মারধর করে, ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে।
এ ঘটনায় পূর্ণিমার বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার রায়ে আদালত ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন।
অমৃত সূত্রধর আরও জানান, জহুরুল ইসলাম দীর্ঘ ১৭ বছর ধরে মালয়েশিয়ায় আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তার করে শনিবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতে পুলিশ প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।
মতামত