সারাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপ এর উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও ১৮০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড গ্রুপ এর উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও ১৮০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৫, সকাল ১১:০৩ আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, সকাল ১১:১১

উত্তর কলাউজানের খালাদাদ খান দাখিল মাদ্রাসার হলরুম প্রাঙ্গণে শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় মানবিক সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। গুণীজনদের মধ্যে ড. মোহাম্মদ মুমিনুল ইসলামকেও সমন্বয়ক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ১৫০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম সাঈদ।

প্রধান অতিথি ড. মোহাম্মদ ইসমাইল বলেন, সমাজে নারী-পুরুষ নির্বিশেষে মানবিক কাজে এগিয়ে এলে কোনো রোগী রক্তের অভাবে বা চিকিৎসাহীন অবস্থায় থাকবে না।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান বলেন, এ ধরনের মহতী উদ্যোগ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে সহায়তা করতে পারে। সমাজের সকল শ্রেণির মানুষকে এ ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাউজান ব্লাড গ্রুপের বিভিন্ন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ও সমাজসেবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কলাউজান ব্লাড গ্রুপের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।