সারাদেশ

নওগাঁয় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৫

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে পুকুরে ডুবে মোস্তাকিন হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।

নিহত মোস্তাকিন হোসেন ওই গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে উদ্ধার করার পর চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।