সারাদেশ

ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৩

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই আয়োজন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হালুয়াঘাট রোডের গ্রীনরোড মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, আমজাদ সরকার ও কুদরত আলী। এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যেমন যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল এবং সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক বক্তব্য প্রদান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বক্তারা দলের ঐতিহ্য, গৌরব এবং আগামী দিনের সংগ্রামের প্রস্তুতির কথা তুলে ধরেন।