ডাক বাংলা সাহিত্য একাডেমি'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৪ চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও থিম সং পরিবেশনের মধ্য দিয়ে। "সাহিত্যের রাজ্যে দেখাবো আলোর মুখ" শ্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম রুস্তম। তিনি তার বক্তব্যে সাহিত্য চর্চা ও সৃজনশীলতার উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচক ছিলেন মাহমুদুল হাসান নিজামী এবং উদ্বোধক ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ হোসাইন লাকী, অধ্যাপক মোঃ শাহ্জাহান শাজু, সৈয়দ তৌফিক কামালসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্য ও শিল্পের গুরুত্ব এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গান পরিবেশনা এবং বিশেষ গ্রন্থ মোড়ক উন্মোচনের মতো আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি শ ম দেলোয়ার জাহান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
মতামত