সারাদেশ

পটিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পটিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৫, রাত ১০:১৯

গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রবিউল হোসেন রবি'র নেতৃত্বে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় পটিয়ার শান্তিরহাট চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিরহাট কামাল মার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রুবেল, ইমরান হোসেন জীনব, মুহাম্মদ হাবিব, নাঈম উদ্দিন, কাজী হাসান, মোঃ শাহেদ, মহিউদ্দীনসহ পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের বক্তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।