"শুদ্ধ সংস্কৃতি, সুস্থ মন" স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের চাঁদগাঁও পাবলিক স্কুলের ৩য় তলায় বেঙ্গল মিউজিক একাডেমির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে একাডেমির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রুবেল দাশ তার বক্তব্যে বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এবং অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে সুষ্ঠু সংস্কৃতির বিকল্প নেই।
বিশেষ অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ বলেন, শিশুদের মোবাইল ফোন এবং ইন্টারনেটের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সংগীত চর্চা অত্যন্ত কার্যকরী। এএসআই ইমন মজুমদার বলেন, বর্তমান প্রজন্মকে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত রাখতে মিউজিক একটি শক্তিশালী মাধ্যম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তবলা শিল্পী পলাশ দেব, কণ্ঠশিল্পী ও একাডেমির অধ্যক্ষ নিশা চক্রবর্তী, চারুকলা শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল এবং ডা. রূপম রুদ্র। বক্তারা একাডেমির কার্যক্রমের প্রশংসা করে বলেন, সঠিক সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমির শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে একাডেমির নিয়মিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং কেক কাটার পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়।
মতামত