চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক পাচারের সম্ভাবনার ভিত্তিতে বিশেষ অভিযানে ২১৫ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) ভোলাহাট সীমান্তে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার পরিকল্পনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ২০০ থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মো. নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা মো. হাবিবুর রহমান, গ্রাম আলালপুর, পোস্ট ফুটানি বাজার, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি SUZUKI GIXXER 150cc মোটরসাইকেল এবং একটি ব্যবহৃত বাটন মোবাইল ফোন।
আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জব্দকৃত সামগ্রীসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।
মতামত