ছবি : সালথায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আ. লীগ সমর্থকদের হামলা, আহত ১০
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা প্রতিপক্ষ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারুন মাতুব্বরের সমর্থক ইউপি সদস্য নুর আলম ও হানিফ মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ৮-১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে উজ্জ্বল মাতুব্বর (২৫), সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বর (৩৬) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বর অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সাহিদের সমর্থকরা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
তবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদ মাতুব্বর দাবি করেন, আমি গ্রামে থাকি না, ফরিদপুরে থাকি। দলপক্ষ ছেড়ে দিয়েছি অনেক আগেই। আমাকে অকারণে এ ঘটনায় জড়ানো হচ্ছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
মতামত