সিরাজগঞ্জে পিআরপি থেরাপি সেন্টারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের ইবি রোডস্থ মমতাজ হলের বিপরীতে পিআরপি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের পরিচালক ডা. গোলাম কিবরিয়া এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিআরপি সেন্টারের মার্কেটিং ও অ্যাডমিন ম্যানেজার সামস বিএনতে স্বর্ণা।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানো, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিআরপি সেন্টারের ওনার ও ব্যবস্থাপনা পরিচালক নাহার সুলতানা স্মৃতি শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সেন্টারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম রেজভি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, বিশিষ্ট সমাজসেবক ডা. শুভ এবং ১০ নম্বর ধানবান্ধী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন।
বক্তারা বলেন, পিআরপি থেরাপি সেন্টার ঢাকার বিকল্প হয়ে সিরাজগঞ্জ শহরে বিভিন্ন থেরাপি সহজলভ্য করেছে। বিশেষত, চুল পড়া রোধ, নতুন চুল গজানো, দাড়ি গজানো, ফেস পিআরপি, ক্ষত শুকানো, ব্যথা দূর করা, যৌন দুর্বলতা এবং ব্রেস্ট পিআরপি সেবার মাধ্যমে সেন্টারটি জনকল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, এখানে বিএমডিসি নিবন্ধিত অভিজ্ঞ পিআরপি থেরাপিস্টদের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হয়। অল্প খরচে গুণগত চিকিৎসা সেবা প্রদানের কারণে পিআরপি সেন্টার ইতিমধ্যে সবার আস্থার জায়গা তৈরি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সেন্টারের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো সেবা প্রদানের আহ্বান জানান।
মতামত