ছবি : মুন টাইমস
সবার আগে বাংলাদেশ ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে ডোমার উপজেলার জোড়াবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সন্ধায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, মিরজাগঞ্জ হাট যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য রেজওয়ানুল করীম সাজি।
মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাকিব হাচানের সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলামের সৌজন্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার।
এসময় মনোমুগ্ধকর অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেনের প্রধান পৃষ্ঠপোষকতায়, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হারুন উর রশীদ হিমুর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন-উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুর আলম হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ, ডোমার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বাপ্পী ইসলাম,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব, মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ওয়াকিমুজ্জামান মিষ্টার আলী, দুবাই প্রবাসী ফরিদ ইসলাম প্রমুখ।
আয়োজক কমিটির জানান নতুন বছরের আনান্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, বর্তমান যুব সমাজ যাতে মাদক,জুয়ার দিকে ধাপিত না হয়, সে জন্যই তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
উল্লেখ্য আলোচনা শেষে সংগীত ও নৃত্য পরিচালনা করেন রংপুর, বগুড়া সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
মতামত