নাটোরের লালপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিম নগর স্ট্রেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত আব্দুল মোমিন কেশবপুর গ্রামের আখের মন্ডলে ছেলে ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র রোকসানা মোর্তজা লিলির গাড়ি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজিম নগর স্ট্রেশনের অদূরে রেললাইন দিয়ে মোমিন যাওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আজিম নগর রেলওয়ে স্ট্রেশন মাস্টার কামরুল হাসান জানান রেললাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামের এক ব্যাক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে।
মতামত