জাতীয়

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৮

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এই সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন। 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন এবং পত্রিকার বিভিন্ন বিভাগের সাংবাদিক-কর্মীরা।

অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল বলেন, দেশ রূপান্তরকে এগিয়ে নিতে আমরা সুন্দর সম্পর্ক ও সহানুভূতির মাধ্যমে কাজ করব। একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।

নতুন দায়িত্ব গ্রহণ করে কামাল উদ্দিন সবুজ বলেন, আজ আমার পেশাজীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করছি, যিনি দেশ রূপান্তর পত্রিকার ভিত্তি স্থাপন করেছিলেন। সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের অবদানও অনস্বীকার্য। আমরা সবাই মিলে পত্রিকাকে আরও এগিয়ে নিতে কাজ করব।

বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন বলেন, সীমাবদ্ধতার মধ্যেও দেশ রূপান্তর অনেক দূর এগিয়েছে। সবার সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে। নতুন সম্পাদকের নেতৃত্বে পত্রিকা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করা কামাল উদ্দিন সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি ইউএনবি এবং বাসসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাসসে জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ সাংবাদিক দেশ রূপান্তর পত্রিকার নতুন যাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করবেন বলে প্রত্যাশা করছেন সবাই।