নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পাঁচটি অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ভাটা মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজওয়ান উল ইসলাম, সেনাবাহিনীর সহযোগিতায়। অভিযানে ভেকু ব্যবহার করে লালপুর উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী এবং লালপুর ইউনিয়নের পাঁচটি ইটভাটা ভেঙে দেওয়া হয়।
নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত এসব ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে এস বি আর ব্রিকসকে ৩ লাখ টাকা, এস আর বি ব্রিকসকে ৫ লাখ টাকা, এ এম বি ব্রিকসকে ৫ লাখ টাকা, ডি এস এল ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মেসার্স সম্রাট ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে এ ধরনের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মতামত