বাংলাদেশ ও কাতারের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কাতারের বিখ্যাত Katara Cultural Village-এর ২ নম্বর গ্যালারিতে বাংলাদেশি শিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এই প্রদর্শনীতে শিল্পীর প্রায় ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
জানুয়ারির ১ তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Katara Cultural Village-এর ডেপুটি মহাপরিচালক জনাব সাইফ সাদ আল ডোসারী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জনাবা শেখা মোহাম্মেদ আব্দুল্লাহ আল সুলাইতি, কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কমিউনিটির অনেক সদস্য।
বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. নজরুল ইসলাম ও জনাব সাইফ সাদ আল ডোসারী ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। শিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদ তার চিত্রকর্ম সম্পর্কে আলোচনা করেন এবং প্রদর্শনীর আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও Katara Cultural Village-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ ও কাতারের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপন উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের চিত্রশিল্পীদের অবদান এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিল বাংলাদেশি ও কাতারবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমের প্রতিনিধিসহ অনেকে। অনুষ্ঠানের শেষে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
এই আয়োজন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করার একটি মাইলফলক হয়ে থাকবে।
মতামত