সারাদেশ

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৭

"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার"—এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়ও জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিলাদ মাহফিলের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এতিমখানা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ, এতিম ও প্রতিবন্ধী শিশুরা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

সমাজসেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলোতে অনুদান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা প্রদান করছে। এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, এতিম শিশুদের প্রতিপালন ও পুনর্বাসন এবং দুরারোগ্য রোগীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমে সার্বক্ষণিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।