সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌর শহরের বাঁশবাজার খেলার মাঠে সমবেত হন।
সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বাঁশবাজার খেলার মাঠ থেকে শুরু হয়ে তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিব আব্দুল্লাহ, এবং উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতামত