সারাদেশ

বিরলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিরলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরলে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে বিরল উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শহীদ মিনার চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ২০২৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, নুর ইসলাম জীবন এবং মোকলেসুর রহমান মকি। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন।