সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪০

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিব আলী (২১) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌরসভার ১৫নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় একটি দোতলা ভবনের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। হাসিব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইস উদ্দিন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।