জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে "ফ্রেন্ডশিপ" মানবকল্যাণে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) কুড়িগ্রাম সদরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আরিফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ. ন. ম. গোলাম মোহাইমেন এবং সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম পাইকাড়।
অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ফ্রেন্ডশিপের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, ফ্রেন্ডশিপ কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের মৌলিক মানবাধিকার, স্বাস্থ্যসেবা, এবং সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, শিক্ষা, জীবিকা, এবং চলাচলের সমতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের নদী-কেন্দ্রিক চর এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। তাদের ছয়টি বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকত্ব, জলবায়ু পদক্ষেপ, অর্থনৈতিক উন্নয়ন, এবং সংস্কৃতি সংরক্ষণ- এর আওতায় সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।
মতামত