সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা দিবস উদযাপন

কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা দিবস উদযাপন

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৩

"কেউ নেই পাশে যার, সমাজসেবা আছে তার" এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান (ভারপ্রাপ্ত)। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সমাজসেবা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার সভাপতি-সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে গরিব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ঋণগ্রহীতাদের মাঝে চেক প্রদান করা হয়।