সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি এবং কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাবেক সহ-সভাপতি স্বর্গীয় রণজিৎ সাহা শান্ত'র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে তার পরিবারের পক্ষ থেকে স্মরণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, "স্বর্গীয় রণজিৎ সাহা শান্ত মানবকল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সব ধর্মের মানুষকে সম্মান করতেন। তার অবদানে মন্দির, মসজিদ, মাদ্রাসা, শ্মশান ও কবরস্থানের উন্নয়ন হয়েছে। তিনি অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়াতেন, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করতেন এবং উৎসবকালে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করতেন।"
পরিবারের সদস্যরা জানান, রণজিৎ সাহার স্বপ্ন ছিল কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের উন্নয়ন। তার সুযোগ্য সন্তানরাও সেই স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত ভূমিকা রাখছেন।
স্মরণ ও প্রার্থনা সভার কার্যক্রম পরিচালনা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের পুরোহিত সুভল ঠাকুর।
স্বর্গীয় রণজিৎ সাহার অনন্য কর্মের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের এই উদ্যোগ সিরাজগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
মতামত